‘ক্ষমতার পালাবদল ঘটলেও সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনা নেই’
সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধের খালেদার আহ্বান: সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদকে সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকালে তার গুলশানের বাসভবনে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ বিরোধীদলীয় নেতার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশের সীমান্তে হত্যা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় না আসায় ভারত সরকারও অসন্তুষ্ট। এ সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এছাড়া তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচনা চলছে বলে জানান তিনি শমসের মবিন বলেন, খালেদা জিয়া মাদকসহ চোরাচালান বন্ধের আহ্বান জানালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঐকমত হন। এছাড়া বিরোধী নেতা খালেদা জিয়া বিএনপির আগামী ১৯শে মার্চের কাউন্সিলে ভারতের শীর্ষস্থানীয় নেতাদের অংশগ্রহণের জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। আমি সার্কভুক্ত দেশগুলোতে ধারাবাহিক সফর করবো। এরই অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে এটা আমার প্রথম সফর। বৈঠকে সীমান্ত সমস্যা, তিস্তা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ভারত সরকার এই সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য বিরোধী দলের ভূমিকা রয়েছে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার দলের সঙ্গে বিরোধী দলের আলাপ-আলোচনা করে সমাধান বের করতে হবে। বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে কোন এজেন্ডা ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন এজেন্ডা ছিল না। বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলাম।
No comments:
Post a Comment