শাহবাগ বিক্ষোভ: লন্ডনে শহীদ মিনার ঘেরাও
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের
মৃত্যুদন্ডের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের প্রতি লন্ডনে একাত্মতা জানাতে
গিয়ে ঘেরাও হয়ে পড়েছেন একদল বিক্ষোভকারী।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের ভাষা শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশে আগতরা বলছেন, স্থানীয় জামায়াত সমর্থকরা তাদের ঘিরে ফেলেছে।দুপুর দুটো থেকে শহরের লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।
কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে একদল লোক গিয়ে পুরো শহীদ মিনার চত্বরটি ঘিরে ফেলে এবং অন্যদের সখোনে যেতে বাধা দেয়।
এ সময় তারা বাংলাদেশে যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়।
কারাগারে আটক জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতেও এদের শ্লোগান দিতে দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
মাহফুজ সাদিক জানাচ্ছেন, পুলিশ এখন দু'পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে।
দু'পক্ষ থেকে পরষ্পরবিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে।
কিন্তু এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
No comments:
Post a Comment