Tuesday, January 8, 2013

আরো কর্মী নিতে সৌদি স্পিকারকে খালেদার আহ্বান

আরো কর্মী নিতে সৌদি স্পিকারকে খালেদার আহ্বান

1 / 1
বাংলাদেশ থেকে আরো কর্মী নেয়ার জন্য সৌদি স্পিকারকে আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বাংলাদেশ থেকে আরো কর্মী নেয়ার জন্য সৌদি স্পিকারকে আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সৌদি আরবের মজলিশে শূরার স্পিকার আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে সাক্ষাত করতে গেলে খালেদা জিয়া এ আহ্বান জানান।

পরে সাক্ষাতকারের বিষয়ে সাংবাদিকদের জানান দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

তিনি বলেন, “বিরোধী নেতা বাংলাদেশ থেকে আরও বেশি করে জনশক্তি নেয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন।”

সৌদি স্পিকার বিরোধী দলীয় নেতাকে জানিয়েছেন, কাবা শরীফে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। মদিনা শরীফেও উন্নয়ন কাজ শুরু হবে।

ওই সব উন্নয়ন কাজে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার অনুরোধ জানান খালেদা জিয়া।

দুপুর দেড়টা থেকে সোয়া ঘন্টার এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তরিকুল।

সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ সহকারি এনামুল হক উপস্থিত ছিলেন।

সৌদি স্পিকারের সঙ্গে ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর সৌদি স্পিকার আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

বিএনপির শাসনামলে দুই দেশের সম্পর্ক জোরদার করায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেন সৌদি স্পিকার।

গত রোববার জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের আমন্ত্রণে চারদিনের সফরে সৌদি স্পিকার ঢাকা আসেন।

এই সফরকালে সৌদি পালার্মেন্টের স্পিকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুশাইরি উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment