Saturday, February 9, 2013

জাতিসংঘের সহযোগিতায় ট্রাইব্যুনাল গঠন করুন : খন্দকার মাহবুব

জাতিসংঘের সহযোগিতায় ট্রাইব্যুনাল গঠন করুন : খন্দকার মাহবুব



সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান ট্রাইব্যুনাল ভেঙ্গে স্বচ্ছ সুশৃঙ্খল জবাবদিহিমূলক  ট্রাইব্যুনাল গঠন করা হোক। জাতিসংঘের সহযোগিতায় আন্তর্জাতিকমানের ট্রাইব্যুনাল গঠনের অনুরোধ করেন তিনি।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশান অব হিউম্যান রাইটস এডমিনিস্ট্রেশন অব জাস্টিস এন্ড দ্যা ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ালি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার চাই। তবে  অস্বচ্ছ, প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ বিচার চাই না।’
শাহবাগের তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার সময়ের দাবি। কিন্তু সরকার প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করতে বিলম্বিত করছে। কাউকে ফাঁসির আদেশ, কাউকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিচ্ছে। বিষয়টি ভেবে দেখা উচিত।
সংগঠনের সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ, ড. তারেক শামসুর রহমান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

No comments:

Post a Comment