Monday, December 24, 2012

রেমিট্যান্স মেলায় শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক :
***************************
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১২ উপলক্ষে আয়োজিত রেমিট্যান্স মেলায় শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রথম পুরস্কার লাভ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় ইসলামী ব্যাংক শ্রেষ্ঠ স্টলেরও পুরস্কার পেয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ... খান সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হজরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার, অতিরিক্ত মহাপরিচালক মো. সেলিম রেজা, মাফরুহা বেগম, যুগ্ম সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বিএমইটির পরিচালক মো. নুরুল ইসলাম, বোয়েসেলের মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ব্যাপক কর্মসূচি পালন করেছে। মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতার পাশাপাশি শাহবাগ হতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত সড়কদ্বীপ নানা রঙের ফেস্টুন দিয়ে সাজানোসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার ও পোস্টার দ্বারা সাজানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রাকশো এবং শোভাযাত্রার আয়োজন করে—যেখানে ইসলামী ব্যাংকের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ উপলক্ষে আয়োজিত রেমিট্যান্স মেলায় দৃষ্টিনন্দন স্টল স্থাপনের মাধ্যমে আগত দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক প্রবাসীদের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে দেশের মোট বৈদেশিক রেমিট্যান্সের প্রায় এক-তৃতীয়াংশ এককভাবে আহরণ করছে। বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment