৯০ দিনে ২২০ তলা ভবন বানাবে চীন
মাত্র ৯০ দিনেই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করার ঘোষণা দিয়েছে চীন। স্কাই সিটি নামের ২২০ তলা এ ভবনের নির্মাণ শুরু হচ্ছে জানুয়রিতে। খবর টাইম ম্যাগাজিন-এর।২,৭৪৯ ফিট উচু স্কাই সিটি টাওয়ারটিতে একটি স্কুল, একটি হাসপাতাল, ১৭টি হেলিপ্যাডসহ ৩০ হাজার মানুষের আবাসন ব্যবস্থা থাকবে।
বিল্ডিংটির নির্মাণকাজ করবে চীনের ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন। মাত্র ৯০ দিনেই এ নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছে তারা। উচ্চতায় এটি হবে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও ৩৬ ফিট বেশি। এছাড়া নির্মাণ কাজেও বুর্জ খলিফার চেয়ে ২৪ ভাগের এক ভাগ সময় লাগবে বলে জানিয়েছে ব্রড।
কিভাবে এতো কমসময়ে এটি সম্ভব, তা জানিয়েছে ব্রড কর্পোরেশন। পদ্ধতিটি হচ্ছে- প্রিফ্যাব্রিকেশন। ব্রড জানিয়েছে, কনস্ট্রাকশন কাজ শুরুর আগেই অন্তত ৯৫ ভাগ কাজ সেরে ফেলা হবে।
সম্প্রতি চীনে ব্রড একই পদ্ধতিতে একটি ১৫ তলা হোটেল তৈরি করেছে মাত্র ২ দিনে।
স্কাই সিটির জন্য ব্রড পরিকল্পনা করছে নভেম্বরের শেষ দিকে ফাউন্ডেশন তৈরি করার। এরপর জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে মার্চে তা শেষ হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/নভেম্বর ২৮/১২
No comments:
Post a Comment