দশ হাজারেরও বেশি হীরা দিয়ে তৈরি পোশাক পরে রাতারাতি সংবাদের শিরোনাম হলেন জনপ্রিয় চীনা মডেল লি ইং চ্রি - Li Ying Zhi

গত এপ্রিল
মাসে হয়ে যাওয়া বেইজিং অটো শো-তে দশ হাজারেরও বেশি হীরা দিয়ে তৈরি
পোশাক পরে চীনা মডেল লি ইং চ্রি (Li Ying Zhi) জায়গা করে নেন বিশ্বের
বিভিন্ন জনপ্রিয় সংবাদ মাধ্যমে। ২২ বছর বয়সী এই বি এম ডব্লিউ মডেলের
উচ্চতা ১ দশমিক ৭৭ মিটার। চীনের ছিংতাও বংশোদ্ভূত এই মডেলকে “ছিংতাও এর
সৌন্দর্য” বলেও আখ্যায়িত করা হয়।
বিভিন্ন
সংবাদ মাধ্যমের তথ্য অনু্যায়ী এই পোশাক তৈরিতে দশ হাজারেরও বেশি হীরা
ব্যবহার করা হয়েছে এবং ওজন প্রায় ২০ কেজি। এই জামার মূল্য ১০০ মিলিয়ন
ইউয়ান যা বেইজিং অটো শো-তে প্রদর্শিত সবচেয়ে দামী গাড়ির চেয়েও বেশি।
১০ দিন চলা এই শো-তে প্রায় ১১২৫ টি গাড়ি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষ হয় ৩মে ২০১২।





No comments:
Post a Comment