বিশ্ব শিশু দিবসে ইউরোপিয়ান ইউনিয়ন হেড অব মিশনদের ঢাকার বস্তি এলাকা পরিদর্শন
বিশ্ব শিশু দিবস, ২০১২
উপলক্ষ্যে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু অধিকারের প্রতি
ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে ২০ নভেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব মিশনগণ ঢাকার কয়েকটি বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সাক্ষাৎ করেন। ইউরোপিয়ান ইউনিয়ন হেড অব মিশনগণ শিশুদের সাথে শিশুশ্রম এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। তারা শিশুদের কাছে জানতে চান, বাংলাদেশের শিশুরা তাদের অধিকার কিভাবে আরো সুরক্ষিত দেখতে চায়।
এই শিশুরা বাংলাদেশে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন কর্তৃক বাস্তবায়িত "পার্টনারশীপ টু কমব্যাট চাইল্ড লেবার থ্রু কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি ইন বাংলাদেশ" প্রকল্পের অন্তর্ভূক্ত। প্রকল্পের সুবিধাভোগী শিশু এবং যুবারা সকলেই ঢাকা শহরের বস্তি এলাকায় বসবাসরত অতি দরিদ্র পরিবারের সদস্য এবং তারা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কঠিন পরিশ্রম করে। উক্ত
প্রকল্পের মাধ্যমে তাদের শিক্ষা ও দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে
যাতে তারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ থেকে বিরত থাকতে পারে।
ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর সদস্য
রাষ্ট্রসমূহ বর্তমানে বাংলাদেশে শিশুদের জীবনমান উন্নয়ন এবং জাতিসংঘ শিশু
অধিকার সনদের আলোকে শিশুরা যেন তাদের অধিকার সম্পূর্ণরূপে ভোগ করতে পারে
সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে প্রায় ৫৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০ কোটি
টাকা) বিনিয়োগ করছে। যার মধ্যে প্রায় ২৪০ মিলিয়ন ইউরো (প্রায় ২৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন "তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচি"-এর জন্য। অন্যান্য সহায়তার মধ্যে স্বাস্থ্য বিষয়ক ও অন্যান্য প্রকল্পসমূহ যেমন শিশুদের নিরাপদ অভিবাসন, শিশুশ্রম নিরসন, যৌন নির্যাতন প্রতিরোধ প্রভৃতি উল্লেখযোগ্য।
১৯৯০ সালে যে সকল দেশ প্রথম জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম এবং ইউরোপিয়ান ইউনিয়ন-এর সকল সদস্য রাষ্ট্রসমূহ এই সনদ অনুস্বাক্ষর করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এর বিভিন্ন ডকুমেন্টে শিশু সুরক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতির ব্যাপারে বিশেষ জোর দিয়েছে, যেমন 'EU Guidelines on the Rights of the Child' (২০০৭ সালে ইউরোপিয়ান কাউন্সিল কর্তৃক গৃহীত) Ges 'A special place for children in EU external action' (২০০৮ সালে গৃহীত)। ইউরোপিয়ান ইউনিয়ন-এর সকল বহি:সম্পর্কিত নীতিমালায় শিশু অধিকার উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে।
সুইডিস রাষ্ট্র্রদূত অ্যানেলি লিনডাল কেনি, ইউরোপীয়ন ইউনিয়ন রাষ্ট্র্রদূত উইলিয়াম হান্না, স্প্যানিশ রাষ্ট্র্রদূত লুইস টেজ্যাডা, ফরাসী রাষ্ট্র্রদূত মিকেল ট্রিনকুইয়ার, নেদারল্যান্ড রাষ্ট্র্রদূত জারবেন ডি জং, জার্মান রাষ্ট্র্রদূত অ্যালব্রেট কন্জ এবং ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স নিক লো এবং সেভ দ্য চিলড্রেন -এর কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/ ডিজিটাল সময়/ ২১ নভেম্বর ২০১২/টাখা
No comments:
Post a Comment