Saturday, December 22, 2012

গার্ডিয়ানের প্রতিবেদনে আভাস : প্রবাসী আয়ের সুবাদে ৩৮ বছরে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে



গার্ডিয়ানের প্রতিবেদনে আভাস : প্রবাসী আয়ের সুবাদে ৩৮ বছরে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে
**********************************************************************************************
প্রবাসী আয়ই বাংলাদেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ক্রমবর্ধমান প্রবাসী আয় অব্যাহত থাকলে আগামী ২০৫০ সাল নাগাদ অর্থাত্ ৩৮ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যা...বে বাংলাদেশ। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা এমনই পূর্বাভাস দিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ব্রিটেনের জনপ্রিয় ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দৈনিকটির ইকোনমিকস এডিটর ল্যারি এলিয়টের ‘নিউ-ওয়েভ ইকোনমিস গোয়িং ফর গ্রোথ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে।
বাংলাদেশ ছাড়া পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা ও দক্ষিণ আফিকার মতো দ্রুত উত্থানশীল দেশগুলোকে নিয়ে গার্ডিয়ান ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। এসব দেশের মধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন (ব্রিকস নামে পরিচিত) রয়েছে।

No comments:

Post a Comment