আগামী এপ্রিল মাস থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে প্রবাসীদের ব্যাংক
এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড৷ এটিই হবে দেশের প্রথম এনআরবি ব্যাংক৷ এই
ব্যাংক প্রাথমিক পর্যায়ে ঢাকা ও ঢাকার বাইরে ১০টি শাখা নিয়ে কাজ শুরু করবে৷
মোট তিনটি এনআরবি ব্যাংকের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক৷ আর এই ব্যাংক
তিনটি হলো: এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল
ব্যাংক৷ এর মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক সবার আগে তাদের কার্যক্রম শুরু
করছে বলে জানা গেছে৷ ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ডয়চে ভেলেকে জানান,
তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ তিনি আশা করছেন, আগামী এপ্রিল
মাসে তারা ব্যাংকিং-এর কার্যক্রম শুরু করতে পারবেন৷ তিনি জানান, শতভাগ
প্রবাসীদের অর্থে পরিচালিত এই ব্যাংকের লক্ষ্য হলো বাংলাদেশে বৈদেশিক
মুদ্রার প্রবাহ বাড়ানো এবং যেসব প্রবাসী দেশে ফিরে আসবেন, তাঁদের মেধা কাজে
লাগানো৷
নিজাম চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে তারা ১০টি শাখা নিয়ে কাজ শুরু করবেন৷ তারা চেষ্টা করবেন প্রবাসী অধ্যুষিত এলাকায় শাখা খুলতে৷ এতে করে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আস্থা পাবেন৷ তবে দেশের বাইরেও শাখা খোলার পরিকল্পণা আছে তাদের৷ অবশ্য এজন্য একটু সময় লাগবে৷
নিজাম চৌধুরী জানান, প্রবসীরা প্রবাসীদের ভাষা বোঝেন৷ তাই প্রবাসীদের এই ব্যাংক চালু হলে স্বাভাবিকভাবেই দেশে রেমিটন্সের প্রবাহ বাড়বে৷ আর তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে৷ তবে প্রবাসী ব্যাংকের কার্যক্রম সাধারণ বাণিজ্যিক ব্যাংকের মতোই হবে৷ দেশের যে কোনো নাগরিক এই ব্যাংকের সেবা নিতে পারবেন৷ হতে পারবেন গ্রাহক৷
নিজাম চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে তারা ১০টি শাখা নিয়ে কাজ শুরু করবেন৷ তারা চেষ্টা করবেন প্রবাসী অধ্যুষিত এলাকায় শাখা খুলতে৷ এতে করে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আস্থা পাবেন৷ তবে দেশের বাইরেও শাখা খোলার পরিকল্পণা আছে তাদের৷ অবশ্য এজন্য একটু সময় লাগবে৷
নিজাম চৌধুরী জানান, প্রবসীরা প্রবাসীদের ভাষা বোঝেন৷ তাই প্রবাসীদের এই ব্যাংক চালু হলে স্বাভাবিকভাবেই দেশে রেমিটন্সের প্রবাহ বাড়বে৷ আর তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে৷ তবে প্রবাসী ব্যাংকের কার্যক্রম সাধারণ বাণিজ্যিক ব্যাংকের মতোই হবে৷ দেশের যে কোনো নাগরিক এই ব্যাংকের সেবা নিতে পারবেন৷ হতে পারবেন গ্রাহক৷
No comments:
Post a Comment