Monday, December 3, 2012

বাংলাদেশের জন্য ভিসা পদ্ধতি সহজ করবে ভারত

 বাংলাদেশের জন্য ভিসা পদ্ধতি সহজ করবে ভারত

ডিসেম্বর 04, 2012
ঢাকা, বাংলাদেশ – সোমবার (৩রা ডিসেম্বর) আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রথা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার।
    India to adopt liberal visa policy with Bangladesh
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ও এর জনগণের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে ঢাকার সাথে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি রক্ষায় ভারতের পদক্ষেপ হিসেবে, আমরা ভিসা প্রথার জন্য একটি উদার নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক প্রচারমূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কয়েক মাস ধরে দেশ দু’টি ভিসার ওপর কড়াকড়ি ব্যবস্থা শিথিল করার বিষয়ে কথা বলছিল। দা হিন্দুর খবর অনুযায়ী, তারা অক্টোবরে একটি উপায় বের করতে বৈঠকে বসতে সম্মত হয়েছিল। তবে, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের অপেক্ষায় না থেকে, ভারত এককভাবেই বাংলাদেশের বয়স্ক নাগরিক, ছাত্র, ব্যবসায়ী, রোগী এবং পর্যটকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে, ভারত বছরে প্রায় ৫০০,০০০ বাংলাদেশী নাগরিককে ভিসা প্রদান করে।


No comments:

Post a Comment