এবার থেকে ভূমি রেজিস্ট্রেশন এবং মালিকানা সবই হবে কম্পিউটারে, ডিজিটাল
পদ্ধতিতে৷ এর ফলে ভূমির মালিকানা নিয়ে জটিলতা কমবে৷ কমবে মামলা মোকদ্দমাও৷
বললেন ‘ডাটা সফট’-এর চেয়ারম্যান মাহবুব জামান৷
নতুন জমি কিনলে প্রথমই আসে জমি রেজিস্ট্রেশনের প্রশ্ন৷ আর জমির মালিকানা
কার – তা নির্ধারণ৷ বাংলাদেশে এ দুটি কাজই সময় সাপেক্ষ এবং জটিল৷ কিন্তু এই
জটিলতা এড়াতে ভূমি রেজিস্ট্রেশনকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার কাজ শুরু
হয়েছে৷ আর এ কাজ করছে ‘ডাটা সফট' নামের একটি প্রতিষ্ঠান৷ প্রতিষ্ঠানের
চেয়ারম্যান মাহবুব জামান ডয়চে ভেলেকে জানান যে, তারা সরকারের সঙ্গে চুক্তি
বদ্ধ হয়ে এই কাজ করছেন৷ প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কয়েটি ভূমি
রেজিস্ট্রেশন অফিসে সংস্কার কাজ শুরু হবে৷ সারা দেশের ভূমি রেজিস্ট্রেশন
ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে আগামী চার বছরের মধ্যে৷
এর সঙ্গে জমির রেকর্ডপত্রও ডিজিটাল করতে হবে৷ সে কাজও শুরু হবে শিগগিরই৷ আর সেটা যদি হয়, তাহলে বাংলাদেশে জমিজমা নিয়ে প্রতারণা বা মালিকানা নির্ধারণের সংকট থাকবে না বলে জানান মাহবুব জামান৷
বাংলাদেশে যত মামলা মোকদ্দদমা হয়, তার ৮০ ভাগেরও বেশি হয় জমিজমা নিয়ে৷ প্রতি বছর দাঙ্গা হাঙ্গামার অধিকাংশের মূলে থাকে এই জমিজমা৷ হাতে লেখা পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং রেকর্ড সংরক্ষণের কারণেই এই সমস্যা৷
মাহবুব জামান জানান, ভারতেও ভূমি ব্যবস্থাপনা এবং রেকর্ডপত্র রাখা হয় ডিজিটাল পদ্ধতিতে৷ কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে৷ এর কারণ হিসেবে অনেকে মনে করেন যে, আধুনিক পদ্ধতি চালু হলেই বহু মানুষ তাঁদের পেশা হারাবেন৷ অথচ মাহবুব জামানের মতে, এতে কাজ কমবে না, বরং কাজের সুযোগ আরো বাড়বে৷
এর সঙ্গে জমির রেকর্ডপত্রও ডিজিটাল করতে হবে৷ সে কাজও শুরু হবে শিগগিরই৷ আর সেটা যদি হয়, তাহলে বাংলাদেশে জমিজমা নিয়ে প্রতারণা বা মালিকানা নির্ধারণের সংকট থাকবে না বলে জানান মাহবুব জামান৷
বাংলাদেশে যত মামলা মোকদ্দদমা হয়, তার ৮০ ভাগেরও বেশি হয় জমিজমা নিয়ে৷ প্রতি বছর দাঙ্গা হাঙ্গামার অধিকাংশের মূলে থাকে এই জমিজমা৷ হাতে লেখা পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং রেকর্ড সংরক্ষণের কারণেই এই সমস্যা৷
মাহবুব জামান জানান, ভারতেও ভূমি ব্যবস্থাপনা এবং রেকর্ডপত্র রাখা হয় ডিজিটাল পদ্ধতিতে৷ কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে৷ এর কারণ হিসেবে অনেকে মনে করেন যে, আধুনিক পদ্ধতি চালু হলেই বহু মানুষ তাঁদের পেশা হারাবেন৷ অথচ মাহবুব জামানের মতে, এতে কাজ কমবে না, বরং কাজের সুযোগ আরো বাড়বে৷
No comments:
Post a Comment